Advertisement

Viewst animation
1609242903505608758
Job Fair on 13th of July
Searching for a job?
6995220486137090000
JOIN US

বাংলাদেশের কয়েকজন তরুণ এবং তরুণ পুলিশের উদ্বগে ফেসবুক সেবা সংগঠন We Are Bangladesh। সাইবার নিরাপওা নিয়ে কাজ করছে দলটি এবং সকল অাইনী সেবা পাবার অঙ্গীকার। WAB


২০১৮ সালে এসে কোন প্রাপ্ত বয়সী ফেসবুক চালায় না এমনটা খুজে পাওয়া কষ্ট।

তাই বাংলাদেশের একদল তরুণ এবং তরুণ ককয়েকজন পুলিশ মিলে গড়ে তুলেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ। যার নাম দেওয়া হয়েছে " We Are Bangladesh "। এবং এটি কোনো রাজনৈতিক সংগঠন  না।

We Are Bangladesh গ্রুপের মূলমন্ত্র হচ্ছে আলো আসবেই।

গ্রুপটি তাদের আশার আলো ছড়িয়ে দিছে সারাদেশ ব্যাপি। বর্তমান গ্রুপ সদস্য সংখ্যা দেড় লাখ। আশাকরি খুব তাড়াতাড়ি তারা ১০ লক্ষ সদস্য পার করবে।

গ্রুপটির সবচেয়ে ভালো লাগার দিক হলো তারা খুব আন্তরিক। ভিন্নধর্মী একটি গ্রুপ। তারা যেকোন আইন, বিভিন্ন বিষয়ক ধারণা দিতে পারে। বিভিন্ন সময়ে তারা তাদের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে।
আপনি যেকোন অপরাধ কর্মকান্ডের তথ্য তাদেরকে দিতে পারেন তারা তা খতিয়ে দেখবে। তারা সাইবার নিরাপত্তাও দিয়ে থাকে।
*এটি সম্পূর্ণ তাদের একক ইচ্ছায় গঠন করা*

এই মহৎ কাজে নিজেকে যুক্ত করেছেন তারা হলেন :

* Md. Ali Akbar

* Nahid Islam

* M Alauddin Ahmed Sheikh

* Saleh Imran

* Mufti Mayeed Rahman

* আরও অনেক স্বেচ্ছাসেবী।


তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল। সামনের দিনেও যেন তারা মানুষের পাশে দাড়াতে পারে। 

We Are Bangladesh (WAB) এর মত আরও অনলাইন ভিত্তিক অনেক গ্রুপ বা সংগঠন প্রয়োজন। যারা মানুষের কল্যাণে কাজ করতে চায়, তাদের কেউ থামাতে পারে না।

তাই We Are Bangladesh (WAB) এর সুরে বলতে চাই আলো আসবেই। আরও চাইব সাইবার জগত হোক নিরাপদ এবং রুচিশীল।

তাদের গ্রুপে যোগ হোন আপনিও :
https://www.facebook.com/groups/waball/


আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আগের লিখাটি ভাইরাল করার জন্য।

 Copyright 2018© 

Post a Comment

0 Comments