Advertisement

Viewst animation
1609242903505608758
Job Fair on 13th of July
Searching for a job?
6995220486137090000
JOIN US

মোবাইলে পানি ঢুকলে কী করবেন? – Bishajit Blog

মোবাইলে পানি ঢুকলে কী করবেন? ছবি সংগৃহীত
মোবাইলে পানি ঢুকলে কী করবেন? ছবি সংগৃহীত

মনের অজান্তেই আপনার মোবাইল ঢুকে যেতে পারে পানি। মোবাইলে পানি ঢুকলে অনেকে বিপাকে পড়ে যান। বুঝতে পারেন না যে কী করবেন।


ফোনে একবার পানি ঢুকলে তা বন্ধ হয়ে যাওয়া খুব স্বাভাবিক। তবে মোবাইলে পানি ঢুকলেই সব সময় সার্ভিসিংয়ের দোকানে যাওয়া সম্ভব হয় না। তবে আপনি চাইলে ঘরে বসে নিজেই ঠিক করে নিতে পারেন স্মার্টফোনটি।

আসুন জেনে নেই মোবাইলে পানি ঢুকলে কী করবেন ঃ

শুকনো পরিষ্কার কাপড়
ফোন ভিজে গেলে শুকনো পরিষ্কার কাপড়ে দিয়ে তা দ্রুত মুছে ফেলুন। যত বেশি পানি লেগে থাকবে তত তাড়াতাড়ি ফোনের ভিতরের অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ ভেজা থাকলে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয় ফোন। হারিয়ে যায় সমস্ত ডেটা।
ফোনের ভিতরের অংশ
ফোনের ভিতরে পানি ঢুকলে ফোনের ভিতরের নানা অংশ, যেমন ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন। এ বার সেগুলিকে একটি শুকনো কাপড়ে মুছে নিন। এবং রোদে শুকান কিছুক্ষণ।
সিম কার্ড
সিম কার্ড বাইরে বের করে রাখুন। রোদে রাখুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন। ভালো হয়, ২৪ ঘণ্টা ফোনে ব্যাটারি না লাগালে। বরং চালের মধ্যে রেখে দিন ব্যাটারি। চাল ব্যাটারির অতিরিক্ত স্যাঁতসেতে ভাব শুষে নেয়।
হেয়ার ড্রায়ার
ফোন ভিজে গেলে অনেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকে ফোনকে শুকনো রাখার চেষ্টা করেন। ফোন বাঁচাতে চাইলে খবরদার তা করবেন না। হেয়ার ড্রায়ারের গরম হাওয়া ক্ষতি করে মোবাইলের। অনেক সময় গলিয়েও দেয় ভিতরের নানা অংশকে।
উপরে দেয়া পরামর্শ অনুযায়ী কাজ করার পরে যদি আপনার ফোন চালু না হয়, তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

This post collected by jugantor
copyright 2018–2020©

Post a Comment

0 Comments