Advertisement

Viewst animation
1609242903505608758
Job Fair on 13th of July
Searching for a job?
6995220486137090000
JOIN US

নোবেলে মুগ্ধ বাংলাদেশ ও ভারত। প্রশ্নবিদ্ধ Banglalink এবং Next Tuber। "বাবা" গানের সুরকার প্রিন্স মাহমুদ নোবেলের ভক্ত।

মাইনুল আহসান নোবেল। কিছু দিন আগে এই নামটি তার পরিবার আর বন্ধু-বান্ধব ছাড়া হয়ত কেউ জানতো না। অথচ আজ এই নোবেলের পরিচিতি দেশজুড়ে নয় পুরো বাংলা জুড়ে। ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তে জেমসের "বাবা" গানটি গেয়েই তার এ পরিচিতি।

ভারতের সুনাম ধন্য চ্যানেল Zee Bangla এর সেরা শো '' সা রে গা মা পা " তে এখন বাংলাদেশের নোবেল।

এই সেই নোবেল যে বাংলাদেশের মধ্যবিত্ত শো Next Tuber  থেকে বাদ পরে।
নোবেলর এই আনন্দে যখন বাংলাদেশ আনন্দিত তখন প্রশ্নবিদ্ধ  " বাংলালিংক " ও তার "Next Tuber"

নোবেলের প্রশংসা করতে ভুলেনি "বাবা" গানের সুরকার প্রিন্স মাহমুদ।

প্রিন্স মাহমুদের, নোবেলকে উদ্দেশ্য করে লিখা ফেসবুক পোস্টটি:

"মাত্র ২১বছরের নোবেল জি বাংলা সা রে গা মা পা অনুষ্ঠানে আমার কথা ও সুরের জেমস ভাইয়ের গাওয়া 'বাবা' গানটি গেয়ে এক অন্যরকম ভাললাগা তৈরি করেছে।

এরও অনেকদিন আগে ও আমার কথা/সুরে 'পিয়ানো' এ্যালবামের জেমস ভাইয়ের গাওয়া বাংলাদেশ ( আমার সোনার বাংলা ) গেয়েছিল কথা সুর ঠিক রেখে, নিজের মতো করে।এই প্রথম কোন গানের কাভার আমাকে ছুঁয়ে গেছে।বিশ্বাস নোবেল অনেক অনেক দূর যাবে।

বাচ্চা ছেলেটা একটা আন্তর্জাতিক প্লাটফর্মে এখন গাইছে।ও যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে, 'ত্রুটি-সামান্য কিছু' মাথায় না রেখে আমরা সবাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি।

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি,জন্ম দিয়েছ তুমি মাগো,তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা,আমি তোমায় ভালোবাসি, প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি..."

নোবেলর মত আরও অনেক মেধাবী আছে আমাদের তবে তার জন্য আমাদের জায়গা নেই। জায়গা দিতে হবে নাহলে এক সময় হারিয়ে যাবে বাংলা গান।

নোবেলসহ যারা "সা রে গা মা পা" তে বাংলাদেশকে তুলে ধরছে তাদের প্রতি দেশের সকলের ভালোবাসা রইল।

লিখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন : Projukti Bid
আপনার মতামত দিন কমেন্ট বক্সে।
ধন্যবাদ❤

Post a Comment

1 Comments